ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার বিকেলে সিলেটের বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ মার্কেটে অবস্থিত মহানগর জামায়াত কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। তার সঙ্গে ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ।

জামায়াতের প্রচার বিভাগ জানায়, বৈঠকে মার্কিন প্রতিনিধি আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের প্রস্তুতি, ভবিষ্যতে ক্ষমতায় গেলে দেশ পরিচালনার নীতি ও কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান।
এ সময় সিলেট জামায়াতের নেতারা দলের নীতিগত অবস্থান তুলে ধরেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াতসমর্থিত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনের প্রার্থী জয়নাল আবেদীনসহ মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা।

আলোচনা শেষে মহানগর আমীর ফখরুল ইসলাম জানান, বৈঠকটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রীয় সংস্কারে জামায়াতের ভূমিকা, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তারা মার্কিন কর্মকর্তাকে অবহিত করেছেন। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।


 

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ছাড়ার আগে মা-বাবাকে বলে যান শ্যুটার ফয়সাল

জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা

আপডেট সময় ০৯:৫০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার বিকেলে সিলেটের বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ মার্কেটে অবস্থিত মহানগর জামায়াত কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। তার সঙ্গে ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ।

জামায়াতের প্রচার বিভাগ জানায়, বৈঠকে মার্কিন প্রতিনিধি আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের প্রস্তুতি, ভবিষ্যতে ক্ষমতায় গেলে দেশ পরিচালনার নীতি ও কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান।
এ সময় সিলেট জামায়াতের নেতারা দলের নীতিগত অবস্থান তুলে ধরেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াতসমর্থিত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনের প্রার্থী জয়নাল আবেদীনসহ মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা।

আলোচনা শেষে মহানগর আমীর ফখরুল ইসলাম জানান, বৈঠকটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রীয় সংস্কারে জামায়াতের ভূমিকা, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তারা মার্কিন কর্মকর্তাকে অবহিত করেছেন। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।