ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইআরআই জরিপে বিএনপি–জামায়াতের ভোটব্যবধান মাত্র ৪ শতাংশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর সর্বশেষ জরিপে দেখা গেছে, এখনই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোট পাবে ৩০ শতাংশ, আর জামায়াতে ইসলামী পাবে ২৬ শতাংশ ভোট। দুই দলের মধ্যে ভোটের ব্যবধান মাত্র চার শতাংশ।

এই জরিপে ১৮ বছর বা তার বেশি বয়সী মোট ৪ হাজার ৯৮৫ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। দেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে; কেবল রাঙামাটি জেলা এতে অন্তর্ভুক্ত হয়নি। সিএপিআই পদ্ধতিতে সরাসরি উপস্থিত থেকে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারীদের মতে, এই ফলাফলের আস্থার মাত্রা ৯৫ শতাংশ, তবে প্রায় ১ দশমিক ৪ শতাংশ হেরফের হতে পারে।

জরিপে আরও দেখা যায়, একই সময়ে নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ৬ শতাংশ, জাতীয় পার্টি পেতে পারে ৫ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে ৪ শতাংশ এবং অন্যান্য দলগুলো মিলিয়ে পাবে ৮ শতাংশ ভোট।

এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একই জরিপে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থার চিত্র। এতে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়েছেন জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মানুষ। বর্তমান সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭০ শতাংশ ভোটার। পাশাপাশি আগামীতে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ৮০ শতাংশ অংশগ্রহণকারী।

‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, সেপ্টেম্বর–অক্টোবর ২০২৫’ শিরোনামে জরিপের পূর্ণাঙ্গ ফলাফল আইআরআই তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

জনপ্রিয় সংবাদ

আইআরআই জরিপে বিএনপি–জামায়াতের ভোটব্যবধান মাত্র ৪ শতাংশ

আপডেট সময় ১১:৪৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর সর্বশেষ জরিপে দেখা গেছে, এখনই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোট পাবে ৩০ শতাংশ, আর জামায়াতে ইসলামী পাবে ২৬ শতাংশ ভোট। দুই দলের মধ্যে ভোটের ব্যবধান মাত্র চার শতাংশ।

এই জরিপে ১৮ বছর বা তার বেশি বয়সী মোট ৪ হাজার ৯৮৫ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। দেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে; কেবল রাঙামাটি জেলা এতে অন্তর্ভুক্ত হয়নি। সিএপিআই পদ্ধতিতে সরাসরি উপস্থিত থেকে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারীদের মতে, এই ফলাফলের আস্থার মাত্রা ৯৫ শতাংশ, তবে প্রায় ১ দশমিক ৪ শতাংশ হেরফের হতে পারে।

জরিপে আরও দেখা যায়, একই সময়ে নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ৬ শতাংশ, জাতীয় পার্টি পেতে পারে ৫ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে ৪ শতাংশ এবং অন্যান্য দলগুলো মিলিয়ে পাবে ৮ শতাংশ ভোট।

এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একই জরিপে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থার চিত্র। এতে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়েছেন জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মানুষ। বর্তমান সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭০ শতাংশ ভোটার। পাশাপাশি আগামীতে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ৮০ শতাংশ অংশগ্রহণকারী।

‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, সেপ্টেম্বর–অক্টোবর ২০২৫’ শিরোনামে জরিপের পূর্ণাঙ্গ ফলাফল আইআরআই তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।