ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিফিংয়ে কাঁদলেন খালেদা জিয়ার চিকিৎসক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের এক পর্যায়ে তাকে কান্নাজড়িত কণ্ঠে কথা বলতে দেখা যায়।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসা নিচ্ছেন। বিভিন্ন গুজবের প্রসঙ্গ উল্লেখ করে তিনি অনুরোধ জানান—কেউ যেন গুজবে কান না দেন, বিভ্রান্তি না ছড়ান। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসা তদারকিতে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন।

তিনি আরও বলেন, মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদসহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও চিকিৎসার প্রতিটি ধাপে সহযোগিতা করছেন। বন্ধুপ্রতিম দেশগুলোও সহমর্মিতা দেখিয়েছে।
ডা. জাহিদ আশা প্রকাশ করেন—সবাইয়ের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “দীর্ঘ ৬ বছর আপনারা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, এবারও ধৈর্য ধরুন। আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়।”

খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীসহ সকল ধর্মের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানান।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে তাকে সংকটাপন্ন ঘোষণা করা হয়। ২৭ নভেম্বর থেকে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ছাড়ার আগে মা-বাবাকে বলে যান শ্যুটার ফয়সাল

ব্রিফিংয়ে কাঁদলেন খালেদা জিয়ার চিকিৎসক

আপডেট সময় ০২:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের এক পর্যায়ে তাকে কান্নাজড়িত কণ্ঠে কথা বলতে দেখা যায়।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসা নিচ্ছেন। বিভিন্ন গুজবের প্রসঙ্গ উল্লেখ করে তিনি অনুরোধ জানান—কেউ যেন গুজবে কান না দেন, বিভ্রান্তি না ছড়ান। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসা তদারকিতে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন।

তিনি আরও বলেন, মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদসহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও চিকিৎসার প্রতিটি ধাপে সহযোগিতা করছেন। বন্ধুপ্রতিম দেশগুলোও সহমর্মিতা দেখিয়েছে।
ডা. জাহিদ আশা প্রকাশ করেন—সবাইয়ের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “দীর্ঘ ৬ বছর আপনারা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, এবারও ধৈর্য ধরুন। আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়।”

খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীসহ সকল ধর্মের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানান।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে তাকে সংকটাপন্ন ঘোষণা করা হয়। ২৭ নভেম্বর থেকে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।