ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভিভিআইপি মর্যাদায় খালেদা জিয়ার নিরাপত্তা দায়িত্ব নিল এসএসএফ–পিজিআর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর তার নিরাপত্তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট (পিজিআর)। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে সংস্থা দুটির সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন শুরু করেন বলে জানা গেছে।

তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা দুপুর ২টা ২০ মিনিট থেকে হাসপাতালে ডিউটি শুরু করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরেই গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। বিষয়টি অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে তিনবার নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ছাড়ার আগে মা-বাবাকে বলে যান শ্যুটার ফয়সাল

ভিভিআইপি মর্যাদায় খালেদা জিয়ার নিরাপত্তা দায়িত্ব নিল এসএসএফ–পিজিআর

আপডেট সময় ০৩:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর তার নিরাপত্তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট (পিজিআর)। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে সংস্থা দুটির সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন শুরু করেন বলে জানা গেছে।

তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা দুপুর ২টা ২০ মিনিট থেকে হাসপাতালে ডিউটি শুরু করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরেই গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। বিষয়টি অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে তিনবার নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।