ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা নির্লজ্জ, তার পক্ষে যারা এখনও কথা বলে তারাও নির্লজ্জ: তারিক চয়ন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৬৮৯ বার পড়া হয়েছে

এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওর‌ফে তারিক চয়ন নিজের ফেসবুক পেজের একটি পোস্টে লিখেছেন, ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না আমার সাহসী বাবা আওয়ামী লীগের আমলেও প্রকাশ্যে বলতেন, “ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না”। এটা ছিল তার সবচেয়ে প্রিয় স্লোগান। শুনে আমার মা তাকে ধমকাতেন, ভয় দেখাতেন।

আজ ২৭ মে (মঙ্গলবার) তারিক চয়ন নিজের ফেসবুক পেজের একটি পোস্টে এসব কথা লিখেছেন।

তিনি আরো লিখেন, গেলো আগস্টে বুঝলাম রাজনীতি সচেতন আমার মরহুম বাবা হাসিনাকে বেশ ভালোই চিনেছিলেন। ‘শেখের বেটি পালায় না’, ‘দেশের জন্য জীবন দেবো’ বলে হাসিনা নিজের লোকজন নিয়ে নেতাকর্মীদের ‘অসহায়’ ফেলে রেখে পালিয়েছে।

এখন আবার বড় বড় কথা বলে! হাসিনা ‘বীর পলাতক শ্রেষ্ঠ’। হাসিনার লজ্জা নেই। হাসিনার পক্ষে যারা এখনও কথা বলে তাদেরও লজ্জা নেই। তারা হয়তো ভাবছে হাসিনা ফের কোনোদিন ক্ষমতার মসনদে বসবে। না, সেটা হবে না। সেটা হতে দেওয়া হবে না। হাসিনা নির্লজ্জ, হাসিনা শেষ।

জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি (শনিবার)

হাসিনা নির্লজ্জ, তার পক্ষে যারা এখনও কথা বলে তারাও নির্লজ্জ: তারিক চয়ন

আপডেট সময় ০৪:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওর‌ফে তারিক চয়ন নিজের ফেসবুক পেজের একটি পোস্টে লিখেছেন, ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না আমার সাহসী বাবা আওয়ামী লীগের আমলেও প্রকাশ্যে বলতেন, “ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না”। এটা ছিল তার সবচেয়ে প্রিয় স্লোগান। শুনে আমার মা তাকে ধমকাতেন, ভয় দেখাতেন।

আজ ২৭ মে (মঙ্গলবার) তারিক চয়ন নিজের ফেসবুক পেজের একটি পোস্টে এসব কথা লিখেছেন।

তিনি আরো লিখেন, গেলো আগস্টে বুঝলাম রাজনীতি সচেতন আমার মরহুম বাবা হাসিনাকে বেশ ভালোই চিনেছিলেন। ‘শেখের বেটি পালায় না’, ‘দেশের জন্য জীবন দেবো’ বলে হাসিনা নিজের লোকজন নিয়ে নেতাকর্মীদের ‘অসহায়’ ফেলে রেখে পালিয়েছে।

এখন আবার বড় বড় কথা বলে! হাসিনা ‘বীর পলাতক শ্রেষ্ঠ’। হাসিনার লজ্জা নেই। হাসিনার পক্ষে যারা এখনও কথা বলে তাদেরও লজ্জা নেই। তারা হয়তো ভাবছে হাসিনা ফের কোনোদিন ক্ষমতার মসনদে বসবে। না, সেটা হবে না। সেটা হতে দেওয়া হবে না। হাসিনা নির্লজ্জ, হাসিনা শেষ।