ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর-৪: ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে প্রার্থীরা ব্যস্ত গণসংযোগে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

 

২০২৬ সালে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রংপুর-৪ আসনে (কাউনিয়া ও পীরগাছা) বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য দল তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। নির্বাচনী এলাকায় প্রার্থীরা এখন গণসংযোগ এবং প্রচার-প্রচারণায় ব্যস্ত।

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া বিএনপির বর্তমান সভাপতি, বিভিন্ন হাট-বাজার ও গ্রামাঞ্চলে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন।
জামায়াত প্রার্থী এটিএম আজম খান, রংপুর মহানগরের জামায়াতের আমির ও মেকুড়া মাদ্রাসার উপাধ্যক্ষ, মাঠে থেকে প্রচারণা চালাচ্ছেন।
এনসিপি প্রার্থী আখতার হোসেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দলের সদস্য সচিব, গত সরকারের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে নতুন বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দিচ্ছেন।

জাতীয় পার্টি থেকে প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনি নির্বাচনী এলাকায় পোস্টার ও ব্যানারের মাধ্যমে গণসংযোগ করছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জাহিদ হোসেন এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সিরাজুল ইসলাম পাটোয়ারীও প্রচারণা চালাচ্ছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আবু শাহমা ও এবি পার্টি সম্ভাব্য প্রার্থী নাদরান তালহা আলহাদী সীমিত প্রচারণা করছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুরু-নবী বুলবুল, জয়নুল আবেদীন ও শাহ আলম বাশারের নাম দেখা গেছে। তারা পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের পরিচয় পৌঁছে দিচ্ছেন।


 

জনপ্রিয় সংবাদ

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

রংপুর-৪: ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে প্রার্থীরা ব্যস্ত গণসংযোগে

আপডেট সময় ০৭:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

 

২০২৬ সালে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রংপুর-৪ আসনে (কাউনিয়া ও পীরগাছা) বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য দল তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। নির্বাচনী এলাকায় প্রার্থীরা এখন গণসংযোগ এবং প্রচার-প্রচারণায় ব্যস্ত।

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া বিএনপির বর্তমান সভাপতি, বিভিন্ন হাট-বাজার ও গ্রামাঞ্চলে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন।
জামায়াত প্রার্থী এটিএম আজম খান, রংপুর মহানগরের জামায়াতের আমির ও মেকুড়া মাদ্রাসার উপাধ্যক্ষ, মাঠে থেকে প্রচারণা চালাচ্ছেন।
এনসিপি প্রার্থী আখতার হোসেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দলের সদস্য সচিব, গত সরকারের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে নতুন বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দিচ্ছেন।

জাতীয় পার্টি থেকে প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনি নির্বাচনী এলাকায় পোস্টার ও ব্যানারের মাধ্যমে গণসংযোগ করছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জাহিদ হোসেন এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সিরাজুল ইসলাম পাটোয়ারীও প্রচারণা চালাচ্ছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আবু শাহমা ও এবি পার্টি সম্ভাব্য প্রার্থী নাদরান তালহা আলহাদী সীমিত প্রচারণা করছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুরু-নবী বুলবুল, জয়নুল আবেদীন ও শাহ আলম বাশারের নাম দেখা গেছে। তারা পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের পরিচয় পৌঁছে দিচ্ছেন।