ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

“সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারকে সমর্থন দিয়ে যাব” — জাতীয় নাগরিক পার্টির আবদুল হান্নান মাসউদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, “সংস্কার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব।” মঙ্গলবার (২৭ মে) রাতে নোয়াখালীর মাইজদী শহরের বিভিন্ন সড়ক ও দোকানপাট ঘুরে ঘণ্টাব্যাপী লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার যখন প্রশাসনিক বিভিন্ন স্তরে দুর্নীতির বিরুদ্ধে সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে, তখন আমলারা বিরোধিতা করছে। কারণ, তারা দুর্নীতির স্বাধীনতা বজায় রাখতে চায়। রাজস্বখাত এবং বন্দরসহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে দুর্নীতি চলছিল, তার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল সরকারের এসব উদ্যোগ ব্যাহত করতে চাচ্ছে।

আবদুল হান্নান মাসউদ আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, তা ব্যর্থ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলছে। আমরা আমাদের প্রস্তাবনা ও সংস্কারের দাবি সাধারণ জনগণের কাছে তুলে ধরছি, এবং তারা ইতোমধ্যে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন।”

লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রমে অংশগ্রহণকারী দলীয় নেতাকর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশনের কার্যকর রূপান্তর, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং দুর্নীতি দমন কমিশনের পূর্ণ সক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় মতামত তুলে ধরেন।

এসময় জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি, আসন্ন জুলাই প্রক্লেমেশন এবং জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এ কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির নোয়াখালী জোনের তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান এবং নোয়াখালী জেলার সংগঠক ইয়াছিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলটি জানিয়েছে, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর ব্যাপক সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, এবং তারা এই লক্ষ্যেই জনসম্পৃক্ত কর্মসূচি চালিয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

২-৩ দিনের মধ্যে বন্যায় ভেসে যেতে পারে দেশের ৬ জেলা

“সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারকে সমর্থন দিয়ে যাব” — জাতীয় নাগরিক পার্টির আবদুল হান্নান মাসউদ

আপডেট সময় ০৮:৪৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, “সংস্কার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব।” মঙ্গলবার (২৭ মে) রাতে নোয়াখালীর মাইজদী শহরের বিভিন্ন সড়ক ও দোকানপাট ঘুরে ঘণ্টাব্যাপী লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার যখন প্রশাসনিক বিভিন্ন স্তরে দুর্নীতির বিরুদ্ধে সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে, তখন আমলারা বিরোধিতা করছে। কারণ, তারা দুর্নীতির স্বাধীনতা বজায় রাখতে চায়। রাজস্বখাত এবং বন্দরসহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে দুর্নীতি চলছিল, তার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল সরকারের এসব উদ্যোগ ব্যাহত করতে চাচ্ছে।

আবদুল হান্নান মাসউদ আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, তা ব্যর্থ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলছে। আমরা আমাদের প্রস্তাবনা ও সংস্কারের দাবি সাধারণ জনগণের কাছে তুলে ধরছি, এবং তারা ইতোমধ্যে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন।”

লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রমে অংশগ্রহণকারী দলীয় নেতাকর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশনের কার্যকর রূপান্তর, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং দুর্নীতি দমন কমিশনের পূর্ণ সক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় মতামত তুলে ধরেন।

এসময় জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি, আসন্ন জুলাই প্রক্লেমেশন এবং জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এ কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির নোয়াখালী জোনের তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান এবং নোয়াখালী জেলার সংগঠক ইয়াছিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলটি জানিয়েছে, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর ব্যাপক সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, এবং তারা এই লক্ষ্যেই জনসম্পৃক্ত কর্মসূচি চালিয়ে যাবে।