ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনে ‘নেতৃত্ব দেওয়ায়’ শিক্ষক নেতাকে শোকজ দিয়ে বদলি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমানকে বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তাকে নওগাঁর রানীনগর উপজেলার ভাটকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, বিদ্যমান প্রশাসনিক কারণে মু. মাহবুবর রহমানকে নিজ বেতনস্কেলে নির্দেশক্রমে বদলি করা হলো। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া আরও ৪২ জন সহকারী শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।
অন্যদিকে, আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় চার শিক্ষক নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এসব নোটিশ পাঠানো হয়। শোকজ পাওয়া চারজনের একজন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমান- যিনি বদলির তালিকাতেও রয়েছেন।
প্রাথ‌মিক শিক্ষক দা‌বি বাস্তবায়ন প‌রিষ‌দের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান ব‌লেন, আলহামদুলিল্লাহ ! বদলী চাক‌রির অংশ তাই সহকারী শিক্ষক‌দের ১০ম গ্রেডের মর্যাদা প্রতি‌ষ্ঠিত না হওয়া পর্যন্ত আমা‌কে থামা‌তে পার‌বে না ইনশা আল্লাহ ।
জনপ্রিয় সংবাদ

এনসিপির নেতৃত্বে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ

আন্দোলনে ‘নেতৃত্ব দেওয়ায়’ শিক্ষক নেতাকে শোকজ দিয়ে বদলি

আপডেট সময় ১২:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমানকে বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তাকে নওগাঁর রানীনগর উপজেলার ভাটকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, বিদ্যমান প্রশাসনিক কারণে মু. মাহবুবর রহমানকে নিজ বেতনস্কেলে নির্দেশক্রমে বদলি করা হলো। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া আরও ৪২ জন সহকারী শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।
অন্যদিকে, আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় চার শিক্ষক নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এসব নোটিশ পাঠানো হয়। শোকজ পাওয়া চারজনের একজন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমান- যিনি বদলির তালিকাতেও রয়েছেন।
প্রাথ‌মিক শিক্ষক দা‌বি বাস্তবায়ন প‌রিষ‌দের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান ব‌লেন, আলহামদুলিল্লাহ ! বদলী চাক‌রির অংশ তাই সহকারী শিক্ষক‌দের ১০ম গ্রেডের মর্যাদা প্রতি‌ষ্ঠিত না হওয়া পর্যন্ত আমা‌কে থামা‌তে পার‌বে না ইনশা আল্লাহ ।