অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে বাবরি মসজিদের আদলে নতুন একটি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত এমএলএ হুমায়ুন কবীর শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় এ ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান করবেন বলে জানিয়েছে ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে কোনো আইনি বাধা নেই।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর জানান, শনিবারের অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন এবং তিনি রাজ্য পুলিশের সহযোগিতা কামনা করেছেন যাতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তিনি আরও বলেন, রেজিনগরে নির্মিতব্য এই ‘বাবরি মসজিদ’ করতে তিন বছর সময় লাগবে এবং এর অর্থ জোগাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়। পরে ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে।

























