ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রক্তের সাগরে দেশ হয়েছে, এনসিপির পেছনে যাওয়া বিএনপির অপমান” — বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে দেশের রাজনীতি, ছাত্র আন্দোলন, এবং বিএনপির সাম্প্রতিক অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

তিনি বলেন, “যাদের পিছনে একসময় ৭ লাখ মানুষ মিছিল করেছে, এখন তারা তিন দিন মাইকিং করলেও ৭শ মানুষ আসে না। সেই এনসিপি’র সঙ্গে প্রথম মিটিং করেন ইউনূস সাহেব। আর সেই এনসিপির পেছনেই এখন বিএনপি যাচ্ছে। আমি আমার নেতা তারেক রহমান এবং বিএনপিকে বলতে চাই, এনসিপি আগে রেজিস্ট্রেশন করে আসুক, তারপর বিএনপি তাদের পাশে বসুক। তা না হলে এটা শুধু বিএনপির নয়, দেশের মানুষের অপমান।”

ফজলুর রহমান ছাত্র রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “৫ আগস্টের আগে আমরা মনে করতাম এই ছাত্ররা যেন ফিডেল কাস্ত্রো বা চে গুয়েভেরা। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা আঙুল ফুলে কলাগাছ, আর কলাগাছ ফুলে বটগাছ হয়ে গেছে। যাদের এক সময় ঘর বা দরজা ছিল না, আজ তারা বিমানে চড়ে বাড়ি যায়। আমরা না দেখলেও দেশের মানুষ সব কিছু দেখছে।”

তিনি অভিযোগ করেন, “আজকের ছাত্ররা ইউএনও অফিস, ডিসি অফিস, সচিবালয়ে গিয়ে বসে থাকে—প্লট কিভাবে নেওয়া যায়, ডিসিকে কিভাবে বদলানো যায়—এসব নিয়ে ব্যস্ত। এ জন্যই কি আমরা এই দেশ সৃষ্টি করেছিলাম? আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।”

গণতন্ত্র ও মানবাধিকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশকে একটি চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। মানবাধিকারকে হরণ করা হচ্ছে। এটা কোনো খেলা নয়, দেশ রক্তের সাগর পার হয়ে এসেছে। এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেয় তারা রাজাকার-আলবদর ও তাদের সন্তান, তারা বড় পাপি।

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

রক্তের সাগরে দেশ হয়েছে, এনসিপির পেছনে যাওয়া বিএনপির অপমান” — বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

আপডেট সময় ০৮:৩৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে দেশের রাজনীতি, ছাত্র আন্দোলন, এবং বিএনপির সাম্প্রতিক অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

তিনি বলেন, “যাদের পিছনে একসময় ৭ লাখ মানুষ মিছিল করেছে, এখন তারা তিন দিন মাইকিং করলেও ৭শ মানুষ আসে না। সেই এনসিপি’র সঙ্গে প্রথম মিটিং করেন ইউনূস সাহেব। আর সেই এনসিপির পেছনেই এখন বিএনপি যাচ্ছে। আমি আমার নেতা তারেক রহমান এবং বিএনপিকে বলতে চাই, এনসিপি আগে রেজিস্ট্রেশন করে আসুক, তারপর বিএনপি তাদের পাশে বসুক। তা না হলে এটা শুধু বিএনপির নয়, দেশের মানুষের অপমান।”

ফজলুর রহমান ছাত্র রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “৫ আগস্টের আগে আমরা মনে করতাম এই ছাত্ররা যেন ফিডেল কাস্ত্রো বা চে গুয়েভেরা। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা আঙুল ফুলে কলাগাছ, আর কলাগাছ ফুলে বটগাছ হয়ে গেছে। যাদের এক সময় ঘর বা দরজা ছিল না, আজ তারা বিমানে চড়ে বাড়ি যায়। আমরা না দেখলেও দেশের মানুষ সব কিছু দেখছে।”

তিনি অভিযোগ করেন, “আজকের ছাত্ররা ইউএনও অফিস, ডিসি অফিস, সচিবালয়ে গিয়ে বসে থাকে—প্লট কিভাবে নেওয়া যায়, ডিসিকে কিভাবে বদলানো যায়—এসব নিয়ে ব্যস্ত। এ জন্যই কি আমরা এই দেশ সৃষ্টি করেছিলাম? আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।”

গণতন্ত্র ও মানবাধিকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশকে একটি চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। মানবাধিকারকে হরণ করা হচ্ছে। এটা কোনো খেলা নয়, দেশ রক্তের সাগর পার হয়ে এসেছে। এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেয় তারা রাজাকার-আলবদর ও তাদের সন্তান, তারা বড় পাপি।