ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ সন্ধ্যায় ঘোষণা হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করবেন। বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য সিইসির ভাষণ ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে।

ভাষণ রেকর্ডের আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেন সিইসি, অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব আখতার আহমেদ। বুধবার দুপুর ১২টা ১২ মিনিটে শুরু হওয়া বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, গণভোট ও জাতীয় নির্বাচন, ব্যালট পেপার প্রস্তুতি, ভোটের সময় বৃদ্ধি, প্রবাসী ভোট ও পোস্টাল ব্যালটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি এসব উদ্যোগের প্রশংসা করেন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

বঙ্গভবন থেকে ফিরে নির্বাচন ভবনে সিইসির রেকর্ডকৃত ভাষণের বিষয়ে ইসি সচিব গণমাধ্যমকে জানান, আজ সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচন হবে, কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

আজ সন্ধ্যায় ঘোষণা হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল

আপডেট সময় ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করবেন। বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য সিইসির ভাষণ ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে।

ভাষণ রেকর্ডের আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেন সিইসি, অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব আখতার আহমেদ। বুধবার দুপুর ১২টা ১২ মিনিটে শুরু হওয়া বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, গণভোট ও জাতীয় নির্বাচন, ব্যালট পেপার প্রস্তুতি, ভোটের সময় বৃদ্ধি, প্রবাসী ভোট ও পোস্টাল ব্যালটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি এসব উদ্যোগের প্রশংসা করেন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

বঙ্গভবন থেকে ফিরে নির্বাচন ভবনে সিইসির রেকর্ডকৃত ভাষণের বিষয়ে ইসি সচিব গণমাধ্যমকে জানান, আজ সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।