ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঢামেকের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, হাদির মাথা ও কানের আশপাশে গুলি লেগেছে, তার অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তিনি কোমায় আছেন।
তিনি আরও জানান, “এখন কিছুটা প্রেসার ভালো আছে, তবে গুলিটি মাথার ভেতর আছে।” আহত অবস্থায় হাদির চোয়ালের নিচ থেকেও রক্তক্ষরণ হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “ইনকিলাব জিন্দাবাদ! হাদিকে আল্লাহ সুস্থতা দান করুন! হাদির এমন পরিস্থিতি দেখাটা খুব কষ্টের।”



















