ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তার বোন মাহফুজা। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘ভারতের র আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই।’ ঝালকাঠির নলছিটির বাসিন্দা হাদি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।
ঘটনার জেরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝালকাঠিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে খুলনা–বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় জুলাই আন্দোলনের সমমনা বেশ কয়েকটি ছাত্র ও রাজনৈতিক সংগঠন সড়ক অবরোধ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের উপস্থিতিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ শুরু হলে মুহূর্তেই যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা অবরোধে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধকারীরা জানান, শরিফ ওসমান হাদির ওপর হামলা পরিকল্পিত। তারা দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এনসিপির ঝালকাঠি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, ‘হামলাকারীদের গ্রেফতার না হলে শনিবার বিকাল ৪টায় আবার সড়ক অবরোধ করা হবে।’
পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়জিদ ইবনে আকবর ও সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত তদন্ত ও বিচারের আশ্বাস দিলে বিকাল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।




















