(এই প্রতিবেদনের কিছু বর্ণনা পাঠকের মানসিক চাপের কারণ হতে পারে)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে ঢাকা মেডিকেলে তার জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হাদির শারীরিক অবস্থার তথ্য জানাননি। তবে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান বিবিসি বাংলাকে জানিয়েছেন, “তার অবস্থা খুবই খারাপ। ক্রিটিক্যাল বলতে যা বোঝায়, ঠিক তেমনই।”
ডা. জাহিদ আরও বলেন, “হাসপাতালে আনার পরও তার ‘সাইন অফ লাইফ’ বা জীবিত থাকার লক্ষণ ছিল। অপারেশনের সময় আমাদের এনেসথেশিয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, উনার নিজস্ব শ্বাসপ্রশ্বাসের শক্তি আছে। এখনো উনি বেঁচে আছেন।”
তিনি জানিয়েছেন, অপারেশনের সময় হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। “উনার নাক ও মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা কোনো আশার কথা বলব না, তবে উনি এখনো বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।”




















