ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
ওসমান হাদির একটি দীর্ঘদিনের ইচ্ছা ছিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছ থেকে দোয়া নেওয়া। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতার কারণে হাসপাতালে ভর্তি হলে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।
ওসমান হাদি ২৮ নভেম্বর নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, তার রাজনৈতিক জীবনে কোনো নেতা সঙ্গে সাক্ষাতের ইচ্ছা ছিল না; তবে একটাই ইচ্ছা ছিল—বেগম জিয়ার মমতায় তার মাথায় হাত রেখে দোয়া করা। খালেদা জিয়ার স্বাস্থ্যের জটিলতা নিয়ে হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন।
এদিকে, বর্তমানে উভয়ই চিকিৎসাধীন।




















