ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন। বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত লাগে। আহত অবস্থায় তাকে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির মাথার ভেতরে গুলি ছিল, এবং তার শারীরিক অবস্থার কারণে অপারেশন থিয়েটারে সার্জারি চালানো হয়। হাদিকে পরে লাইফ সাপোর্টে রাখা হয়। অপারেশনের পর তাকে পোস্ট-অপারেটিভ কেয়ার এবং নিবিড় পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসান জানিয়েছেন, গুলি একপাশে ঢুকে অন্য পাশ থেকে বের হয়ে গেছে। তবে ব্রেইনের মধ্যে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং খুলির ছোট ছোট টুকরা রয়ে গেছে। ব্রেইনের স্পর্শকাতর এলাকায় আঘাত হওয়ায় চিকিৎসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “এক এক ফোঁটা রক্তের বদলা নিবো। ভাইয়ের জীবন-মৃত্যুর লড়াই নিয়ে যে কেউ নোংরামি করলে আমি লক্ষ্য রাখছি।”




















