রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অর্গান কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। ডা. তাসনিম জারা বলেন, “একটি অপারেশন সম্পন্ন হয়েছে। আশা করছি, নতুন করে আর অপারেশন লাগবে না। তবে তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত হাসপাতালের মেডিকেল বোর্ড জানাবে।”
এ সময় তিনি রোগীর চিকিৎসার স্বার্থে হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
গুলিবর্ষণের ঘটনায় প্রশাসনের দায়ভার রয়েছে উল্লেখ করে ডা. তাসনিম জারা বলেন, “আজকের ঘটনার দায় প্রশাসন এড়াতে পারে না। জুলাইয়ের আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। ঘটনার পর এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, যা প্রশাসনের ব্যর্থতারই প্রমাণ। এর জবাবদিহিতা তাদেরকেই করতে হবে।”
তিনি আরও দাবি করেন, আন্দোলনকেন্দ্রিক নেতাকর্মীদের প্রতি ধারাবাহিকভাবে হুমকি অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।




















