ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে জুমার নামাজ পর আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

 

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর আসাদগেট এলাকায় মিছিল বের হলে পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ব্যানারসহ তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামের নওশের আলম পরশ (২৭) এবং একই থানার কালচমা গ্রামের মনির হোসেন (৫২)। মনির হোসেন বর্তমানে মিরপুরের কল্যাণপুর এলাকায় বসবাস করছেন। তিনি মোহাম্মদপুর টাউন হল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এবং বর্তমানে জাকির হোসেন রোড এলাকার বাসিন্দা।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, জুমার নামাজ শেষে আসাদগেট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ব্যানারসহ দুইজনকে আটক করে। আটককৃতদের মধ্যে মনির হোসেন কাঁচাবাজার টাউন হল ইউনিট আওয়ামী লীগের সভাপতি বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপর একজনের পরিচয় যাচাই-বাছাই চলছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ইরাকও চায় জেএফ-১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

মোহাম্মদপুরে জুমার নামাজ পর আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

আপডেট সময় ০৮:৩৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

 

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর আসাদগেট এলাকায় মিছিল বের হলে পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ব্যানারসহ তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামের নওশের আলম পরশ (২৭) এবং একই থানার কালচমা গ্রামের মনির হোসেন (৫২)। মনির হোসেন বর্তমানে মিরপুরের কল্যাণপুর এলাকায় বসবাস করছেন। তিনি মোহাম্মদপুর টাউন হল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এবং বর্তমানে জাকির হোসেন রোড এলাকার বাসিন্দা।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, জুমার নামাজ শেষে আসাদগেট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ব্যানারসহ দুইজনকে আটক করে। আটককৃতদের মধ্যে মনির হোসেন কাঁচাবাজার টাউন হল ইউনিট আওয়ামী লীগের সভাপতি বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপর একজনের পরিচয় যাচাই-বাছাই চলছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।