ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির কিছু হলে ইন্টেরিমকে অবশ্যই দায়ভার নিতে হবে: ইনকিলাব মঞ্চ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

 

ইনকিলাব মঞ্চ শুক্রবার (১২ ডিসেম্বর) জানিয়েছে, যদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও মুখপাত্র শরিফ ওসমান হাদির কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে দায়ভার নিতে হবে ইন্টেরিম সরকারকে। সংগঠনটির এক ব্রিফিংয়ে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।

মঞ্চের নেতারা জানান, গোয়েন্দা সংস্থা বারবার সিসিটিভি ফুটেজের জন্য যোগাযোগ করছে। তবে সিসিটিভি খুঁজে দেওয়ার দায়িত্ব ইনকিলাব মঞ্চের নয়। তারা দাবি করেন, যারা হামলা চালিয়েছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

নেতারা আরও বলেন, “আমরা শুনতে চাই না অন্য কোনো ধরনের মৃত্যুর খবর। আগামীকাল সকাল ১০টার মধ্যে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে, সরকারের ‘সুন্দর সুন্দর’ কথা বলার অধিকার নেই। যারা ওসমান হাদিকে রক্ষা করতে ব্যর্থ, তারা কীভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে?”

তাদের আহ্বান, দ্রুত ওসমান হাদিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। কাল দুপুর ১২টায় শাহবাগে গণপ্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থনের আহ্বান জানানো হয়েছে, এবং কেউ যেন উসকানি না দিতে পারে সেজন্য নিজ উদ্যোগে কোনো সিদ্ধান্ত না নেওয়ার নির্দেশ দিয়েছেন নেতারা।


 

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীনের ওপর নজর রাখতে পশ্চিমবঙ্গে ভারতের নৌঘাঁটি

হাদির কিছু হলে ইন্টেরিমকে অবশ্যই দায়ভার নিতে হবে: ইনকিলাব মঞ্চ

আপডেট সময় ০৯:১৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

 

ইনকিলাব মঞ্চ শুক্রবার (১২ ডিসেম্বর) জানিয়েছে, যদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও মুখপাত্র শরিফ ওসমান হাদির কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে দায়ভার নিতে হবে ইন্টেরিম সরকারকে। সংগঠনটির এক ব্রিফিংয়ে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।

মঞ্চের নেতারা জানান, গোয়েন্দা সংস্থা বারবার সিসিটিভি ফুটেজের জন্য যোগাযোগ করছে। তবে সিসিটিভি খুঁজে দেওয়ার দায়িত্ব ইনকিলাব মঞ্চের নয়। তারা দাবি করেন, যারা হামলা চালিয়েছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

নেতারা আরও বলেন, “আমরা শুনতে চাই না অন্য কোনো ধরনের মৃত্যুর খবর। আগামীকাল সকাল ১০টার মধ্যে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে, সরকারের ‘সুন্দর সুন্দর’ কথা বলার অধিকার নেই। যারা ওসমান হাদিকে রক্ষা করতে ব্যর্থ, তারা কীভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে?”

তাদের আহ্বান, দ্রুত ওসমান হাদিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। কাল দুপুর ১২টায় শাহবাগে গণপ্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থনের আহ্বান জানানো হয়েছে, এবং কেউ যেন উসকানি না দিতে পারে সেজন্য নিজ উদ্যোগে কোনো সিদ্ধান্ত না নেওয়ার নির্দেশ দিয়েছেন নেতারা।