ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে ঢামেক হাসপাতালে তার জরুরি অপারেশন সম্পন্ন হয়। তবে, ঢামেক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান গণমাধ্যমকে জানান, হাদির অবস্থা খুবই খারাপ এবং ‘ক্রিটিক্যাল’। হাসপাতালে ভর্তি হওয়ার পরও তার নিজস্ব শ্বাসপ্রশ্বাসের শক্তি ছিল, যা অপারেশন চলাকালীন এনেসথেশিয়া বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন। অপারেশনের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে।
চিকিৎসকরা জানান, হাদির মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়েছে, তবে মগজের ভেতরে কিছু বুলেট ফ্রাগমেন্ট রয়ে গেছে। এসব ফ্রাগমেন্ট অপারেশনের মাধ্যমে বের করা হয়েছে। ডা. জাহিদ বলেন, “আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলবো না, তবে তিনি এখনও বেঁচে আছেন; বাকিটা আল্লাহর ইচ্ছা।”
হাদির স্বজনরা ভালো আইসিইউ সাপোর্টের কারণে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করেছেন।




















