ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা ও চিকিৎসা পরিস্থিতি তুলে ধরে আবেগঘন একটি ফেসবুক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি জানান, শরিফ ওসমান হাদি বর্তমানে এসিস্টেড ভেন্টিলেশনে রয়েছেন এবং নিজে থেকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়ার সময় থেকে শুরু করে জরুরি চিকিৎসা, সিপিআর, অপারেশন ও পরবর্তী মুহূর্তগুলোর বর্ণনা দেন তিনি।
ডা. মাহমুদা মিতু লেখেন, মালিবাগ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর প্রতিটি মুহূর্তই তার কাছে অসহনীয় মনে হচ্ছিল। হাসপাতালে পৌঁছানোর পর দেখা যায়, হাদির কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং সিপিআর দিয়েও তখন নিয়মিত পালস পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে নিউরোলজি, ইএনটি ও থোরাসিক সার্জারির একাধিক টিম একসঙ্গে কাজ করে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করে।
তিনি জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে চাপ বেড়ে যাওয়ায় স্কালের এক পাশের হাড় খুলে ডিকম্প্রেশন করা হয়। অস্ত্রোপচারের পর হাদি প্রথমবারের মতো স্বতঃস্ফূর্তভাবে শ্বাস নেওয়া শুরু করেন।
পোস্টে আরও উল্লেখ করা হয়, প্রোটোকল অনুযায়ী হাদিকে পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় খালি করা রাস্তায় অ্যাম্বুলেন্স চলাচল এবং হাসপাতালের দুই পাশে মানুষের “আল্লাহু আকবর” ধ্বনি ডা. মাহমুদা মিতুকে গভীরভাবে আবেগাপ্লুত করে তোলে।
শেষ অংশে তিনি ব্যক্তিগত অনুভূতির কথা উল্লেখ করে লেখেন, হাদির সঙ্গে সাম্প্রতিক দেখা হওয়া, ছোট ছোট অপূর্ণতার আফসোস এবং জীবনের তাড়াহুড়ো নিয়ে তার আক্ষেপ—সব মিলিয়ে এই ঘটনা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।
ডা. মাহমুদা মিতুর এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং হাদির সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া কামনা করছেন অসংখ্য মানুষ।




















