ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থীর সভায় আ. লীগ নেত্রী বললেন—১৭ বছর বিএনপি ছিল না, তাই উন্নয়ন হয়নি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের মতবিনিময় সভায় আওয়ামী লীগের একাধিক নেত্রীর উপস্থিতি ও বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সভায় উপজেলা মহিলা লীগের নেত্রী বিলকিস আক্তার ধানের শীষের পক্ষে বক্তব্য দিয়ে বলেন, “ধানের শীষ ১৭ বছর ছিল না বলেই উন্নয়ন হয়নি। এবার মূল্যায়নের সুযোগ এসেছে। মহিলা ভোটার বেশি হলেও তারা স্বাধীনভাবে ভোট দিতে পারে না। এই অধিকার নিশ্চিত করতে হবে।”

শুক্রবার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় সরওয়ার জামাল নিজামের নিজ বাড়িতে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, মঞ্চে বসে আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ৫৭ নম্বর আসামি ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিলকি চৌধুরী, বারখাইন ইউনিয়ন যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম এবং উপজেলা যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক শারমিন হক সেপু। মঞ্চের নিচে বসে বক্তব্য দিতে দেখা যায় বিলকিস আক্তারকে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ভিডিও ও ছবি শেয়ার করে কড়া ভাষায় সমালোচনা করছেন। স্থানীয় বিএনপির একাংশ ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন—“বিএনপি কি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেত্রীদের দিয়ে মতবিনিময় করতে হচ্ছে?” অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, দলীয় পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন রাজনৈতিক সুবিধা নেওয়া এসব নেত্রী নির্বাচনের সময় বিএনপি প্রার্থীর সভায় গিয়ে ভোট চাইছেন।

আওয়ামী লীগ নেত্রী হয়ে বিএনপি প্রার্থীর সভায় উপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে সাজিয়া সুলতানা বলেন, “আমি মহিলা ইউপি সদস্যের প্রতিনিধি হিসেবে দাওয়াত পেয়েছিলাম। সেখানে গিয়ে দেখি মতবিনিময় সভা। আমার মতো আরও কয়েকজন মহিলা ইউপি সদস্যও সেখানে ছিলেন।”

এ বিষয়ে বক্তব্য নিতে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তাঁর বিশেষ সহকারী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা আকতার নবী চৌধুরী বলেন, “আমরা উপজেলার নির্বাচিত মহিলা ইউপি সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছিলাম। সেখানে কে কোন দলের সঙ্গে যুক্ত, তা আমরা জানি না। কেউ জয় বাংলার স্লোগান দেয়নি। সরওয়ার জামাল নিজামের নির্দেশে পুরো অনুষ্ঠান আমি নিজেই পরিচালনা করেছি।”


 

জনপ্রিয় সংবাদ

জামায়া‌তে যোগ দি‌লেন বিএন‌পির সা‌বেক এম‌পি মেজর আখতার

বিএনপি প্রার্থীর সভায় আ. লীগ নেত্রী বললেন—১৭ বছর বিএনপি ছিল না, তাই উন্নয়ন হয়নি

আপডেট সময় ০১:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

 

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের মতবিনিময় সভায় আওয়ামী লীগের একাধিক নেত্রীর উপস্থিতি ও বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সভায় উপজেলা মহিলা লীগের নেত্রী বিলকিস আক্তার ধানের শীষের পক্ষে বক্তব্য দিয়ে বলেন, “ধানের শীষ ১৭ বছর ছিল না বলেই উন্নয়ন হয়নি। এবার মূল্যায়নের সুযোগ এসেছে। মহিলা ভোটার বেশি হলেও তারা স্বাধীনভাবে ভোট দিতে পারে না। এই অধিকার নিশ্চিত করতে হবে।”

শুক্রবার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় সরওয়ার জামাল নিজামের নিজ বাড়িতে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, মঞ্চে বসে আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ৫৭ নম্বর আসামি ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিলকি চৌধুরী, বারখাইন ইউনিয়ন যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম এবং উপজেলা যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক শারমিন হক সেপু। মঞ্চের নিচে বসে বক্তব্য দিতে দেখা যায় বিলকিস আক্তারকে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ভিডিও ও ছবি শেয়ার করে কড়া ভাষায় সমালোচনা করছেন। স্থানীয় বিএনপির একাংশ ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন—“বিএনপি কি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেত্রীদের দিয়ে মতবিনিময় করতে হচ্ছে?” অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, দলীয় পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন রাজনৈতিক সুবিধা নেওয়া এসব নেত্রী নির্বাচনের সময় বিএনপি প্রার্থীর সভায় গিয়ে ভোট চাইছেন।

আওয়ামী লীগ নেত্রী হয়ে বিএনপি প্রার্থীর সভায় উপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে সাজিয়া সুলতানা বলেন, “আমি মহিলা ইউপি সদস্যের প্রতিনিধি হিসেবে দাওয়াত পেয়েছিলাম। সেখানে গিয়ে দেখি মতবিনিময় সভা। আমার মতো আরও কয়েকজন মহিলা ইউপি সদস্যও সেখানে ছিলেন।”

এ বিষয়ে বক্তব্য নিতে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তাঁর বিশেষ সহকারী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা আকতার নবী চৌধুরী বলেন, “আমরা উপজেলার নির্বাচিত মহিলা ইউপি সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছিলাম। সেখানে কে কোন দলের সঙ্গে যুক্ত, তা আমরা জানি না। কেউ জয় বাংলার স্লোগান দেয়নি। সরওয়ার জামাল নিজামের নির্দেশে পুরো অনুষ্ঠান আমি নিজেই পরিচালনা করেছি।”