ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার প্রার্থনা করেছেন। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে আটক করে মারধর করে এবং শাস্তিস্বরূপ কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম খলিল (৩২)। তিনি ওই গ্রামের নুরু উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী মা খোদেজা বেগম (৬৫) জানান, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই তাকে মারধর করা হতো। শনিবার সকালে টাকা দিতে না পারায় ফের মারধরের শিকার হন তিনি। নিরুপায় হয়ে প্রতিবেশীদের কাছে বিচার চাইতে গেলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে খলিলকে আটক করে।

খোদেজা বেগম বলেন, “আমি একজন মা। ছেলের শাস্তি চাই না, চাই সে সুস্থ হোক, মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।”

স্থানীয়রা জানান, খলিল দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য নিয়মিতভাবে তার মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। শনিবার সকালের ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বলেন, মাদকাসক্তদের ক্ষেত্রে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা জরুরি। পাশাপাশি মাদক নির্মূলে সংশ্লিষ্ট প্রশাসনের আরও কঠোর ও কার্যকর ভূমিকার দাবি জানান তারা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। মাদকাসক্ত যুবক ও এলাকাবাসী—উভয় পক্ষের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও আমরা গুরুত্ব দিচ্ছি।”

জনপ্রিয় সংবাদ

‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা

আপডেট সময় ০৩:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার প্রার্থনা করেছেন। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে আটক করে মারধর করে এবং শাস্তিস্বরূপ কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম খলিল (৩২)। তিনি ওই গ্রামের নুরু উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী মা খোদেজা বেগম (৬৫) জানান, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই তাকে মারধর করা হতো। শনিবার সকালে টাকা দিতে না পারায় ফের মারধরের শিকার হন তিনি। নিরুপায় হয়ে প্রতিবেশীদের কাছে বিচার চাইতে গেলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে খলিলকে আটক করে।

খোদেজা বেগম বলেন, “আমি একজন মা। ছেলের শাস্তি চাই না, চাই সে সুস্থ হোক, মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।”

স্থানীয়রা জানান, খলিল দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য নিয়মিতভাবে তার মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। শনিবার সকালের ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বলেন, মাদকাসক্তদের ক্ষেত্রে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা জরুরি। পাশাপাশি মাদক নির্মূলে সংশ্লিষ্ট প্রশাসনের আরও কঠোর ও কার্যকর ভূমিকার দাবি জানান তারা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। মাদকাসক্ত যুবক ও এলাকাবাসী—উভয় পক্ষের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও আমরা গুরুত্ব দিচ্ছি।”