ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নেতাকর্মীদের চোখ–কান খোলা রাখার আহ্বান আমীর খসরুর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের নেতাকর্মীদের চোখ ও কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

আমীর খসরু বলেন, বর্তমানে দেশে যে রাজনীতি চলছে তা ‘মবোক্রেসির রাজনীতি’—অপরকে অসম্মান, ছোট করা এবং যেকোনো অজুহাতে অস্থিতিশীলতা সৃষ্টির রাজনীতি। তিনি বলেন, এ ধরনের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাম্য নয়। বিএনপি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির অঙ্গীকার করেছে এবং এ অবস্থান থেকে সরে আসার সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে। আসন্ন নির্বাচনের জয় কোনো দলের নয়, গণতন্ত্রের জয় হবে উল্লেখ করে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দুঃখ প্রকাশ করে আমীর খসরু বলেন, এ ধরনের সহিংস ঘটনা অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির ওপর হামলার ঘটনা ঘটেছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এতে আরও বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

জনপ্রিয় সংবাদ

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে যুবলীগ নেতা সম্রাট; যোগসূত্র খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী

বিএনপির নেতাকর্মীদের চোখ–কান খোলা রাখার আহ্বান আমীর খসরুর

আপডেট সময় ০৭:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের নেতাকর্মীদের চোখ ও কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

আমীর খসরু বলেন, বর্তমানে দেশে যে রাজনীতি চলছে তা ‘মবোক্রেসির রাজনীতি’—অপরকে অসম্মান, ছোট করা এবং যেকোনো অজুহাতে অস্থিতিশীলতা সৃষ্টির রাজনীতি। তিনি বলেন, এ ধরনের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাম্য নয়। বিএনপি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির অঙ্গীকার করেছে এবং এ অবস্থান থেকে সরে আসার সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে। আসন্ন নির্বাচনের জয় কোনো দলের নয়, গণতন্ত্রের জয় হবে উল্লেখ করে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দুঃখ প্রকাশ করে আমীর খসরু বলেন, এ ধরনের সহিংস ঘটনা অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির ওপর হামলার ঘটনা ঘটেছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এতে আরও বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।