ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোটা আন্দোলনকারীদের রাজাকার বলা মেজর আখতারকে জামায়াতে নেয়ায় প্রতিবাদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার সকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

মেজর আখতারুজ্জামানকে জামায়াতে অন্তর্ভুক্ত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পুরোনো টকশোর ভিডিও শেয়ার করে তিনি এ প্রতিবাদ জানান।

ভিডিওটির ক্যাপশনে রাশেদ খাঁন লেখেন, “যারা কোটা আন্দোলন করছে, তারা সবাই রাজাকার— নব্য জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান (বলেছিলেন)।” তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ওই টকশোতে মেজর আখতার তাকে ‘রাজাকার’ বলে আখ্যায়িত করেছিলেন এবং তার ব্যাকগ্রাউন্ড খোঁজার কথাও বলেছিলেন।

রাশেদ খাঁন আরও লেখেন, শেখ হাসিনা যে ভাষা ব্যবহার করেছিলেন, মেজর আখতারও একই ভাষায় কথা বলেছেন। তিনি প্রশ্ন তোলেন, “তাহলে কি শেখ হাসিনাও জামায়াতে জায়গা পাবে?”

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, তিনি অবাক নন, বরং ব্যথিত। তার মতে, জামায়াতের শীর্ষ নেতৃত্বের এ সিদ্ধান্তে দলটির ভেতরের অনেক নেতাকর্মীও আহত হয়েছেন। ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে সমাজের ‘নিকৃষ্ট’ মানুষদের দলে জায়গা দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন শেষ পর্যন্ত বলেন, “এই গাদ্দারকে জামায়াত দলে রাখে নাকি বাদ দেয়— সেটাই এখন দেখার বিষয়।”

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০

কোটা আন্দোলনকারীদের রাজাকার বলা মেজর আখতারকে জামায়াতে নেয়ায় প্রতিবাদ

আপডেট সময় ০৮:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার সকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

মেজর আখতারুজ্জামানকে জামায়াতে অন্তর্ভুক্ত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পুরোনো টকশোর ভিডিও শেয়ার করে তিনি এ প্রতিবাদ জানান।

ভিডিওটির ক্যাপশনে রাশেদ খাঁন লেখেন, “যারা কোটা আন্দোলন করছে, তারা সবাই রাজাকার— নব্য জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান (বলেছিলেন)।” তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ওই টকশোতে মেজর আখতার তাকে ‘রাজাকার’ বলে আখ্যায়িত করেছিলেন এবং তার ব্যাকগ্রাউন্ড খোঁজার কথাও বলেছিলেন।

রাশেদ খাঁন আরও লেখেন, শেখ হাসিনা যে ভাষা ব্যবহার করেছিলেন, মেজর আখতারও একই ভাষায় কথা বলেছেন। তিনি প্রশ্ন তোলেন, “তাহলে কি শেখ হাসিনাও জামায়াতে জায়গা পাবে?”

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, তিনি অবাক নন, বরং ব্যথিত। তার মতে, জামায়াতের শীর্ষ নেতৃত্বের এ সিদ্ধান্তে দলটির ভেতরের অনেক নেতাকর্মীও আহত হয়েছেন। ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে সমাজের ‘নিকৃষ্ট’ মানুষদের দলে জায়গা দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন শেষ পর্যন্ত বলেন, “এই গাদ্দারকে জামায়াত দলে রাখে নাকি বাদ দেয়— সেটাই এখন দেখার বিষয়।”