অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে (জাতীয় নাগরিক পার্টি) যোগ দিচ্ছেন। রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার পর জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের এনসিপিতে যোগদানের ঘোষণা আসবে।
সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে মাহফুজ আলম লক্ষীপুর-১ আসন থেকে প্রার্থী হবেন। যদিও এনসিপি ইতিমধ্যেই ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে, কিন্তু এই দুই আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।
এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “শেখ হাসিনার পতন ঘটানো চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করা দুই ছাত্রনেতা এনসিপিতে যোগ দিচ্ছেন, যা স্বাভাবিক।” এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও জানিয়েছেন, “আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন। তিনি চাইলে আমাদের দলে স্বাগত জানানো হবে।”
এক সূত্র জানায়, আসিফ দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব চান, আর মাহফুজ দলে গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করতে চাইছেন। এই দরকষাকষার কারণে আনুষ্ঠানিক ঘোষণা বিলম্বিত হলেও রাজনৈতিক মহলে নিশ্চিতভাবে বলা হচ্ছে, দুই সাবেক উপদেষ্টা এনসিপিতেই আসছেন।




















