ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার পর ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার প্রতি সংহতি প্রকাশ করে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “এক হাদিকে থামিয়ে দিলেই আন্দোলন থেমে যাবে—এমনটা যারা ভাবছে, তারা ভুল করছে। এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে।” তিনি শরীফ হাদির সাহস, সমাজে সুশীলতার ভণ্ডামি উন্মোচন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের প্রশংসা করেন।
জাহিদুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, শরীফ হাদি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন এবং অসংখ্য তরুণ তার রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও মন্তব্য করেন, যারা শাহাদাতের আদর্শে অনুপ্রাণিত এবং বিশ্বাসে দৃঢ়, তারা কখনো পরাজিত হতে পারে না।
স্ট্যাটাসের শেষাংশে তিনি কবি আল মাহমুদের একটি কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, আন্দোলনের যাত্রা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং অনন্তকাল পর্যন্ত চলবে।
জাহিদুল ইসলামের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।


























