ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সালাহউদ্দিনের আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

 

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছে।

বিএনপির কর্মী মাহবুবুল আলম চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে শনিবার লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া আইনবিরুদ্ধ, কিন্তু আব্দুল্লাহ আল ফারুক শনিবার সকালে চকরিয়া পৌরসভার বড়ুয়া পাড়া ও মৌলভীরকুম বাজার এলাকায় শতাধিক সমর্থকের সঙ্গে নির্বাচনী গণসংযোগ করেছেন।

মাহবুবুল আলম বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন।”

অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করতে বারবার চেষ্টা করা হলেও জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান, হোয়াটসঅ্যাপে অভিযোগ পাওয়া গেছে এবং জেলা প্রশাসন থেকে নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বিষয়টি দেখবেন।


 

জনপ্রিয় সংবাদ

ভারত আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে দায় চাপিয়েছে জামায়াতের ওপর: গোলাম পরওয়ার

সালাহউদ্দিনের আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট সময় ০১:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

 

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছে।

বিএনপির কর্মী মাহবুবুল আলম চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে শনিবার লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া আইনবিরুদ্ধ, কিন্তু আব্দুল্লাহ আল ফারুক শনিবার সকালে চকরিয়া পৌরসভার বড়ুয়া পাড়া ও মৌলভীরকুম বাজার এলাকায় শতাধিক সমর্থকের সঙ্গে নির্বাচনী গণসংযোগ করেছেন।

মাহবুবুল আলম বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন।”

অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করতে বারবার চেষ্টা করা হলেও জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান, হোয়াটসঅ্যাপে অভিযোগ পাওয়া গেছে এবং জেলা প্রশাসন থেকে নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বিষয়টি দেখবেন।