ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার হান্নান মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়ায়। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের নাম মোসা. ফুরকোন। পেশায় তিনি একজন শ্রমিক।
র্যাব জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে এর রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫) যাচাই করা হয়। বিআরটিএর তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. আব্দুল হান্নানের নাম পাওয়া যায়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন—একবার দাবি করেছেন বাইকটি বিক্রি করেছেন, আবার বলেছেন সেটি গ্যারেজে ছিল। এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, হান্নানকে গ্রেপ্তারের পর পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধান সন্দেহভাজন ফয়সালকে চেনেন বলে স্বীকার করলেও দীর্ঘদিন যোগাযোগ নেই—এমন দাবি করেছেন হান্নান। তবে র্যাব কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ফয়সাল তার পূর্বপরিচিত ও ঘনিষ্ঠজন।
র্যাবের ধারণা, বিস্তারিত জিজ্ঞাসাবাদে হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ কারণে হান্নানকে ৫৪ ধারায় আটক দেখিয়ে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনি প্রচারণাকালে গত শুক্রবার দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অস্ত্রোপচার শেষে ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

























