রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ অভিযোগটি করেন। অন্য অভিযুক্তরা হলেন মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিবর্তনের পরও সাবেক ক্ষমতাসীন দলের অনুসারীরা দেশে থেকে রাষ্ট্রের স্থিতিশীলতা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা ২০২৪ সালের ৫ আগস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টক শোতে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রপাগান্ডা চালিয়ে আসছেন, যার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।
আরও অভিযোগ করা হয়, এসব বক্তব্য ও পোস্টের ফলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াচ্ছে।
এদিকে রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধানমন্ডির একটি জিম থেকে বের হওয়ার পর আনিস আলমগীরকে ডিবিতে নেওয়া হয়। জিমের ম্যানেজার আরেফিন জানান, সন্ধ্যায় আনিস আলমগীর জিমে এসে ব্যায়াম শেষে রাত ৮টার দিকে বের হন; এ সময় তিনি পুলিশের উপস্থিতি দেখেননি।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টক শোতে দেওয়া বক্তব্যের কারণে আলোচনায় ছিলেন সাংবাদিক আনিস আলমগীর।


























