ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুদিন আগেও যে চুলের মায়া হাদি করেছিল, সেই চুল কি মাথায় আছে?’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর হাদির শারীরিক অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে ডা. মাহমুদা মিতু হাদির শারীরিক অবস্থার পাশাপাশি তার চুল নিয়ে করা আগের একটি ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করেন। গুলিবিদ্ধ হওয়ার আগে নিজের চুল নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শরিফ ওসমান হাদি। সেই পোস্ট শেয়ার করে মাহমুদা মিতু লেখেন, এভারকেয়ার থেকে ফিরে এসে তিনি হাদির অবস্থা দেখে ভেঙে পড়েছেন। দুদিন আগেও যে চুল নিয়ে হাদি মায়া দেখিয়েছিলেন, অস্ত্রোপচারের প্রয়োজনে শেষ পর্যন্ত তা ফেলে দিতে হয়েছে।

পোস্টে তিনি আরও লেখেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রথম গুলির এক্সিট পয়েন্ট খুঁজে না পাওয়ার সময় হাদি বারবার চুল ফেলে দেওয়ার কথা বলছিলেন। এমনকি যুক্তরাষ্ট্র থেকে এক ব্যক্তি চুল ফেলে দিলে ভোট দেওয়ার কথা বলেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

হাদির বর্তমান শারীরিক অবস্থার আপডেট দিয়ে ডা. মাহমুদা মিতু জানান, সর্বশেষ সিটি স্ক্যানে দেখা গেছে তার মস্তিষ্কে ফোলাভাব আগের তুলনায় আরও বেড়েছে। উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) সকালে তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনে ‘পারমাণবিক অস্ত্রের মতো’ শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

দুদিন আগেও যে চুলের মায়া হাদি করেছিল, সেই চুল কি মাথায় আছে?’

আপডেট সময় ০৯:৫৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর হাদির শারীরিক অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে ডা. মাহমুদা মিতু হাদির শারীরিক অবস্থার পাশাপাশি তার চুল নিয়ে করা আগের একটি ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করেন। গুলিবিদ্ধ হওয়ার আগে নিজের চুল নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শরিফ ওসমান হাদি। সেই পোস্ট শেয়ার করে মাহমুদা মিতু লেখেন, এভারকেয়ার থেকে ফিরে এসে তিনি হাদির অবস্থা দেখে ভেঙে পড়েছেন। দুদিন আগেও যে চুল নিয়ে হাদি মায়া দেখিয়েছিলেন, অস্ত্রোপচারের প্রয়োজনে শেষ পর্যন্ত তা ফেলে দিতে হয়েছে।

পোস্টে তিনি আরও লেখেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রথম গুলির এক্সিট পয়েন্ট খুঁজে না পাওয়ার সময় হাদি বারবার চুল ফেলে দেওয়ার কথা বলছিলেন। এমনকি যুক্তরাষ্ট্র থেকে এক ব্যক্তি চুল ফেলে দিলে ভোট দেওয়ার কথা বলেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

হাদির বর্তমান শারীরিক অবস্থার আপডেট দিয়ে ডা. মাহমুদা মিতু জানান, সর্বশেষ সিটি স্ক্যানে দেখা গেছে তার মস্তিষ্কে ফোলাভাব আগের তুলনায় আরও বেড়েছে। উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) সকালে তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।