ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, যত বাধাই আসুক : সিইসি নাসির উদ্দিন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এজন্য সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। যত বাধাই আসুক, নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। তরুণদের অংশগ্রহণ ছাড়া দেশ গঠন সম্ভব নয়—এ কারণে তরুণদের পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে সিইসি বলেন, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা স্বাধীনতার ৫৪ বছর পর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

জনপ্রিয় সংবাদ

গুম-খুনের সংস্কৃতি নিয়ে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধানের বিস্ফোরক জবানবন্দি

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, যত বাধাই আসুক : সিইসি নাসির উদ্দিন

আপডেট সময় ১১:৩৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এজন্য সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। যত বাধাই আসুক, নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। তরুণদের অংশগ্রহণ ছাড়া দেশ গঠন সম্ভব নয়—এ কারণে তরুণদের পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে সিইসি বলেন, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা স্বাধীনতার ৫৪ বছর পর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।