ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদিকে হত্যাচেষ্টার অভিযুক্তদের পলায়ন: ফিলিপকে পাওয়া গেলেই বেরিয়ে আসবে আসল সত্য

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ও জড়িত ব্যক্তিরা ভারতে পালিয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বিজিবি। সোমবার (১৫ ডিসেম্বর) ময়মনসিংহের ৩৯ বিজিবি সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ১২ ডিসেম্বর ঢাকায় হাদির ওপর গুলিবর্ষণের পর রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বিজিবি সম্ভাব্য রুট চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসিয়েছে। পরবর্তীতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সন্দেহভাজন ফিলিপ স্নালকে আটক করার পরিকল্পনা করা হলেও তিনি আটক হননি। তবে ফিলিপের স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি ও মানবপাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করে বারোমারী বিওপিতে আনা হয়েছে।

বিজিবি জানিয়েছে, হালুয়াঘাটে পুলিশকে সহায়তা করা হয়েছে এবং ফিলিপ স্নালের খোঁজ চলছে। তিনি হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং মানব পাচারে জড়িত চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।


 

জনপ্রিয় সংবাদ

গুম-খুনের সংস্কৃতি নিয়ে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধানের বিস্ফোরক জবানবন্দি

হাদিকে হত্যাচেষ্টার অভিযুক্তদের পলায়ন: ফিলিপকে পাওয়া গেলেই বেরিয়ে আসবে আসল সত্য

আপডেট সময় ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

 

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ও জড়িত ব্যক্তিরা ভারতে পালিয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বিজিবি। সোমবার (১৫ ডিসেম্বর) ময়মনসিংহের ৩৯ বিজিবি সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ১২ ডিসেম্বর ঢাকায় হাদির ওপর গুলিবর্ষণের পর রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বিজিবি সম্ভাব্য রুট চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসিয়েছে। পরবর্তীতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সন্দেহভাজন ফিলিপ স্নালকে আটক করার পরিকল্পনা করা হলেও তিনি আটক হননি। তবে ফিলিপের স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি ও মানবপাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করে বারোমারী বিওপিতে আনা হয়েছে।

বিজিবি জানিয়েছে, হালুয়াঘাটে পুলিশকে সহায়তা করা হয়েছে এবং ফিলিপ স্নালের খোঁজ চলছে। তিনি হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং মানব পাচারে জড়িত চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।