ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে থাকতে পারবেন না

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপির এক নেতা মতিউর রহমান সাগরের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাগর ফেসবুক লাইভে এসে বলেছেন, “আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকতে দেওয়া হবে না। কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে জামায়াত-রাজাকারদের ভোট দিলে বাড়িতে শান্তিতে থাকতে দেওয়া হবে না।”

শনিবার রাতের নড়িয়া উপজেলার বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত এই নির্বাচনী প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়। লাইভ ভিডিওটি প্রায় ১৩ মিনিট দীর্ঘ ছিল। ভিডিও ভাইরাল হওয়ার পর সাগর তা তার ফেসবুক আইডি থেকে সরিয়ে দেন, কিন্তু এর আগেই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে গেছে।

শরীয়তপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ভিডিওটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইলেক্টোরাল কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মতিউর রহমান সাগরের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে নড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী আবুল বাশার বলেন, “আমাদের সঙ্গে অনেকেই গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করেন। আমরা সহসা কোনো প্রতিবাদ করি না। আমরা ধৈর্যধারণ করে রাজনীতি করি। আল্লাহর কাছে বিচার দিই। ওদের বিচার আল্লাহ ও জনগণ করবেন।”

বিএনপির মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরণকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।


 

জনপ্রিয় সংবাদ

রুমিন ফারহানাকে নির্বাচনে খরচ করতে ১০০০ টাকা দিলেন বৃদ্ধা

ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে থাকতে পারবেন না

আপডেট সময় ০৬:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপির এক নেতা মতিউর রহমান সাগরের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাগর ফেসবুক লাইভে এসে বলেছেন, “আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকতে দেওয়া হবে না। কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে জামায়াত-রাজাকারদের ভোট দিলে বাড়িতে শান্তিতে থাকতে দেওয়া হবে না।”

শনিবার রাতের নড়িয়া উপজেলার বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত এই নির্বাচনী প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়। লাইভ ভিডিওটি প্রায় ১৩ মিনিট দীর্ঘ ছিল। ভিডিও ভাইরাল হওয়ার পর সাগর তা তার ফেসবুক আইডি থেকে সরিয়ে দেন, কিন্তু এর আগেই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে গেছে।

শরীয়তপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ভিডিওটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইলেক্টোরাল কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মতিউর রহমান সাগরের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে নড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী আবুল বাশার বলেন, “আমাদের সঙ্গে অনেকেই গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করেন। আমরা সহসা কোনো প্রতিবাদ করি না। আমরা ধৈর্যধারণ করে রাজনীতি করি। আল্লাহর কাছে বিচার দিই। ওদের বিচার আল্লাহ ও জনগণ করবেন।”

বিএনপির মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরণকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।