ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই : জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। তবে অতীতের বস্তাপচা ও বিভাজনমূলক রাজনীতিকে পেছনে ফেলে নতুন ধারার রাজনীতি শুরু করতে চায় জামায়াত।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিজয় ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর একটি পরিবার, একটি গোষ্ঠী ও একটি দলকে সুবিধা দিতে রাষ্ট্রীয় সব ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছিল। ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তারা দেশকে শ্মশানে পরিণত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কোনো দলীয় বিজয় নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় চায়। তার ভাষায়, আগামী ফেব্রুয়ারির নির্বাচন দেশের রাজনীতিতে নতুন মোড়ক উন্মোচন করবে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, জামায়াত কোনো ধরনের আনুকূল্য প্রত্যাশা করে না। তবে কমিশন যদি কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করে, জনগণ তা কঠোরভাবে প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


 

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

নতুন বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই : জামায়াত আমির

আপডেট সময় ১০:০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। তবে অতীতের বস্তাপচা ও বিভাজনমূলক রাজনীতিকে পেছনে ফেলে নতুন ধারার রাজনীতি শুরু করতে চায় জামায়াত।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিজয় ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর একটি পরিবার, একটি গোষ্ঠী ও একটি দলকে সুবিধা দিতে রাষ্ট্রীয় সব ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছিল। ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তারা দেশকে শ্মশানে পরিণত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কোনো দলীয় বিজয় নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় চায়। তার ভাষায়, আগামী ফেব্রুয়ারির নির্বাচন দেশের রাজনীতিতে নতুন মোড়ক উন্মোচন করবে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, জামায়াত কোনো ধরনের আনুকূল্য প্রত্যাশা করে না। তবে কমিশন যদি কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করে, জনগণ তা কঠোরভাবে প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।