ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি আয়োজন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

 

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে একশটি নৌকা নিয়ে ব্যতিক্রমধর্মী নৌ র‍্যালি আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ র‍্যালিতে প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে পুনরায় শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়। লাল-সবুজ রঙের টি-শার্ট পরিহিত ও হাতে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা নদীর বুকে বিজয় দিবসের চেতনাকে তুলে ধরেন।

নৌ র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘বিজয় দিবস সফল হোক’, ‘নদী বাঁচলে বাঁচবে দেশ’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও জবি শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখতেই বিজয় দিবসে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নদী রক্ষা ও পরিবেশ বাঁচানোর বার্তা জাতির কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বুড়িগঙ্গাসহ দেশের প্রায় সব নদীই দখল ও দূষণের কারণে আজ মৃতপ্রায়। তিস্তা, ফেনীসহ বড় বড় নদীগুলো প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের শিকার হয়ে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এসব নদীর ন্যায্য পানি চাই। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবস-সংক্রান্ত পোস্ট বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেয় করার শামিল, যা দেশবাসীর জন্য উদ্বেগজনক।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি আয়োজন

আপডেট সময় ০৫:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

 

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে একশটি নৌকা নিয়ে ব্যতিক্রমধর্মী নৌ র‍্যালি আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ র‍্যালিতে প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে পুনরায় শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়। লাল-সবুজ রঙের টি-শার্ট পরিহিত ও হাতে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা নদীর বুকে বিজয় দিবসের চেতনাকে তুলে ধরেন।

নৌ র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘বিজয় দিবস সফল হোক’, ‘নদী বাঁচলে বাঁচবে দেশ’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও জবি শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখতেই বিজয় দিবসে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নদী রক্ষা ও পরিবেশ বাঁচানোর বার্তা জাতির কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বুড়িগঙ্গাসহ দেশের প্রায় সব নদীই দখল ও দূষণের কারণে আজ মৃতপ্রায়। তিস্তা, ফেনীসহ বড় বড় নদীগুলো প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের শিকার হয়ে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এসব নদীর ন্যায্য পানি চাই। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবস-সংক্রান্ত পোস্ট বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেয় করার শামিল, যা দেশবাসীর জন্য উদ্বেগজনক।