একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানের কোনো তুলনা চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একাত্তর ও চব্বিশ যার যার অবস্থানে সমহিমায় বিরাজমান; একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনার কোনো সুযোগ নেই, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, এই দলটি ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করেনি। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না।
তিনি আরও বলেন, গোলাম আজমসহ তাদের সাঙ্গপাঙ্গদের যদি ‘জাতির সূর্য সন্তান’ বলা হয়, তাহলে তা বীর মুক্তিযোদ্ধাদের চরম অপমানের শামিল।
এ সময় বিজয় দিবস উপলক্ষে মির্জা আব্বাস বলেন, বিএনপি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হচ্ছে।



















