ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর বাধা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে দিতে প্রবেশ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাতে বাধা দেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারি অনুষ্ঠানে কোনো ধরনের দলীয় স্লোগান দেওয়া যাবে না। ঘটনাটির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা ‘মুক্তিযুদ্ধের ঘোষণা জিয়া, লও লও লও সালাম’ স্লোগান দিচ্ছেন। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা তাদের উদ্দেশে বলেন, এটি একটি সরকারি অনুষ্ঠান এবং এখানে দলীয় স্লোগান দেওয়া যাবে না।

এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শেষ পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিজয় দিবসের অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউএনও কাজী নাহিদ ইভার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মশিউর রহমান চন্দন ইউএনওর অবস্থানের সমালোচনা করে বলেন, ‘আমরা কোনো দলীয় স্লোগান দিইনি, এমনকি ধানের শীষের স্লোগানও না। আমরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়েছি। ইউএনওর আচরণ অনভিপ্রেত।’

জনপ্রিয় সংবাদ

সেই মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য দিলেন কবির

বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর বাধা

আপডেট সময় ০৮:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে দিতে প্রবেশ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাতে বাধা দেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারি অনুষ্ঠানে কোনো ধরনের দলীয় স্লোগান দেওয়া যাবে না। ঘটনাটির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা ‘মুক্তিযুদ্ধের ঘোষণা জিয়া, লও লও লও সালাম’ স্লোগান দিচ্ছেন। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা তাদের উদ্দেশে বলেন, এটি একটি সরকারি অনুষ্ঠান এবং এখানে দলীয় স্লোগান দেওয়া যাবে না।

এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শেষ পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিজয় দিবসের অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউএনও কাজী নাহিদ ইভার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মশিউর রহমান চন্দন ইউএনওর অবস্থানের সমালোচনা করে বলেন, ‘আমরা কোনো দলীয় স্লোগান দিইনি, এমনকি ধানের শীষের স্লোগানও না। আমরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়েছি। ইউএনওর আচরণ অনভিপ্রেত।’