ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদিকে হত্যাচেষ্টায় ‘ব্যবহৃত অস্ত্র’ উদ্ধার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে

 

শরিফ ওসমান হাদিকে গুলি করতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাবের এক বার্তায় জানানো হয়, নরসিংদী জেলার সদর থানা এলাকার একটি বিলের পানির মধ্য থেকে ওই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, অভিযানে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা-মাকেও গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের একটি সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদ (শিপু)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর ওই বিলে অভিযান চালানো হয়।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডের বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুইজনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরুতর আহত হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন— ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)। এ ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালকসহ সাতজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিচ্ছিন্ন করার হুমকি মেনে নেওয়া হবে না: আসাম মুখ্যমন্ত্রী

হাদিকে হত্যাচেষ্টায় ‘ব্যবহৃত অস্ত্র’ উদ্ধার

আপডেট সময় ০৮:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

 

শরিফ ওসমান হাদিকে গুলি করতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাবের এক বার্তায় জানানো হয়, নরসিংদী জেলার সদর থানা এলাকার একটি বিলের পানির মধ্য থেকে ওই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, অভিযানে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা-মাকেও গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের একটি সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদ (শিপু)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর ওই বিলে অভিযান চালানো হয়।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডের বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুইজনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরুতর আহত হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন— ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)। এ ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালকসহ সাতজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।