ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমার নিষেধ থাকা সত্ত্বেও যারা এয়ারপোর্টে যাবেন, ধরে নিবো তারা সবাই স্বার্থন্বেষী : তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫০৯ বার পড়া হয়েছে

 

স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করতে কড়া নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ নির্দেশনা দেন।

তারেক রহমান বলেন, “দয়া করে আমি দেশে ফেরার দিন কেউ এয়ারপোর্টে এসে ভিড় জমাবেন না।” তিনি আরও সতর্ক করে বলেন, যারা তার এ অনুরোধ অমান্য করবেন এবং বিমানবন্দরে ভিড় করবেন, তিনি তাদের স্বার্থান্বেষী ও দলের প্রতি অশ্রদ্ধাশীল বলে বিবেচনা করবেন।

বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি জানান, “আমি ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি। তাই আপনাদের কাছে বিদায় নিতে এসেছি। আপনারা স্লোগান না দিয়ে সবাই শান্ত হয়ে বসুন। আসুন আমরা কিছু মতবিনিময় করি।” যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় তিনি এভাবেই বক্তব্য দেন।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

দলেীয় সূত্র জানায়, দেশে ফেরার আগে এটিই লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি। আয়োজকদের মতে, এই অনুষ্ঠানের মধ্য দিয়েই তিনি যুক্তরাজ্যের নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।

সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিচ্ছিন্ন করার হুমকি মেনে নেওয়া হবে না: আসাম মুখ্যমন্ত্রী

আমার নিষেধ থাকা সত্ত্বেও যারা এয়ারপোর্টে যাবেন, ধরে নিবো তারা সবাই স্বার্থন্বেষী : তারেক রহমান

আপডেট সময় ০৮:৩২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

 

স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করতে কড়া নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ নির্দেশনা দেন।

তারেক রহমান বলেন, “দয়া করে আমি দেশে ফেরার দিন কেউ এয়ারপোর্টে এসে ভিড় জমাবেন না।” তিনি আরও সতর্ক করে বলেন, যারা তার এ অনুরোধ অমান্য করবেন এবং বিমানবন্দরে ভিড় করবেন, তিনি তাদের স্বার্থান্বেষী ও দলের প্রতি অশ্রদ্ধাশীল বলে বিবেচনা করবেন।

বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি জানান, “আমি ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি। তাই আপনাদের কাছে বিদায় নিতে এসেছি। আপনারা স্লোগান না দিয়ে সবাই শান্ত হয়ে বসুন। আসুন আমরা কিছু মতবিনিময় করি।” যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় তিনি এভাবেই বক্তব্য দেন।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

দলেীয় সূত্র জানায়, দেশে ফেরার আগে এটিই লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি। আয়োজকদের মতে, এই অনুষ্ঠানের মধ্য দিয়েই তিনি যুক্তরাজ্যের নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।

সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।