আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার সতর্ক করে বলেছেন, বাংলাদেশ থেকে যদি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়, ভারত তা নীরবে সহ্য করবে না। তিনি বলেন, ‘এ ধরনের চিন্তাভাবনা বাংলাদেশের জন্য ভুল এবং এটি একটি খারাপ মানসিকতার পরিচয়।’
মুখ্যমন্ত্রীর মন্তব্য আসে এক দিন আগে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের পর। হাসনাত দাবি করেছিলেন, ভারতের আটটি রাজ্য নিয়ে গঠিত উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করা উচিত এবং যদি ভারত বাংলাদেশে স্বাধীনতা ও মানবাধিকারের মান রাখে না, তারা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে।
হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, ভারত একটি বড় দেশ, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তাই ভারতের বিরুদ্ধে হুমকি দেওয়ার আগে বাংলাদেশকে নিজের ‘ঝুঁকিপূর্ণ চিকেনস নেক’—শিলিগুড়ি করিডোর ও চট্টগ্রাম করিডোর—নিয়ে ভাবতে হবে। শিলিগুড়ি করিডোর দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার বিস্তৃত, আর চট্টগ্রাম করিডোর দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার লম্বা।



















