ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ূন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র্যাব। রোববার (১৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাবের জানিয়েছ, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে হুমায়ুন কবির ও হাসি বেগমকে আটক করা হয় এবং পরে তাদের মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ফয়সালের শ্যালকের দেওয়া তথ্যে ডোবা থেকে হাদিকে গুলি করা অস্ত্রসহ তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে, হামলায় জড়িত থাকার অভিযোগে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা, ঘনিষ্ঠ সহযোগী কবির এবং ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল্ক হান্নানও গ্রেফতার হয়েছেন। পরে তাদের রিমান্ডে পাঠানো হয়েছে।
আগে জানা যায়, দুই প্রধান সন্দেহভাজন– ফয়সাল ও আলমগীর ঘটনাস্থল থেকে ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তারা প্রথমে প্রাইভেটকারে মিরপুর থেকে আশুলিয়া ও গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছান এবং এরপর মোটরসাইকেলযোগে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন।



















