লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবস উপলক্ষে আ স ম আব্দুর রব সরকারি কলেজে অনুষ্ঠিত ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নাটকে পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখে প্রতিবাদ জানান জামায়াত ইসলামীর নেতা মাওলানা আব্দুর রহিম ও আবুল খায়ের। মঙ্গলবার সকাল ১০টার দিকে কলেজ মাঠে এই ঘটনা ঘটে।
প্রতিবাদের সময় কলেজ অধ্যক্ষ মোহাম্মাদ আশরাফ উদ্দিন, ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা, রামগতি থানার ওসি লিটন দেওয়ান ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা জামায়াত নেতাদের বাধার বিরুদ্ধে শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে স্লোগান দেন।
অধ্যক্ষ আশরাফ উদ্দিন বলেন, “আলাদা মতের কারণে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, যা সমাধান করা হয়েছে।” ওসি লিটন দেওয়ানও জানান, বিষয়টি পরে সমাধান হয়েছে।
জামায়াত নেতারা জানান, পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, তাই তারা বিষয়টি নিয়ে ব্যাখ্যা জানতে চেয়েছিলেন।























