ভারতের বাজেটের উল্লেখযোগ্য অংশ বাংলাদেশ থেকে যায় বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় হোসেন মার্কেটের সামনে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বিকেল ৩টার দিকে রামপুরা ব্রিজ থেকে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্যের উদ্যোগে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শুরু হয়। এতে জুলাই ঐক্যের সংগঠকসহ দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে মুসাদ্দিক আলী বলেন, “ভারত প্রতিবছর আমাদের দেশ থেকে তাদের বাজেটের ৪০ ভাগের এক ভাগ নিয়ে যায়। আমরা যদি তাদের অর্থ নেওয়া আটকে দিই, তাহলে তারা না খেয়ে মরবে।”
জানা গেছে, ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। পরে উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি থামিয়ে সমাবেশ শুরু করেন নেতাকর্মীরা।
কর্মসূচিকে কেন্দ্র করে রামপুরা থেকে ভারতীয় দূতাবাস পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে পুলিশ। বাড্ডা–গুলশান লিংক রোডে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করা হলেও তা অতিক্রম করা হয়। নতুন বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

























