ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫১১ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের জানমালের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর মা আছিয়া বেগম গত ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ জিডি করেন। বিষয়টি বুধবার প্রকাশ্যে আসে।

জিডিতে উল্লেখ করা হয়, বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে অতীতে বিভিন্ন সময়ে জাকির খান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং তাঁকে একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর বর্তমানে সব মামলায় খালাস ও জামিনে মুক্ত হয়ে তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ কারণে তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো কুচক্রী মহল তাঁর ক্ষতি করতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে জিডিতে। এই প্রেক্ষাপটে জাকির খানের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অতীতে ব্যবসায়ী শাব্বির আলম হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান করেন এবং পরে গোপনে দেশে ফেরেন। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। চলতি বছরের ৭ জানুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। এরপর গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি লাভ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে জাকির খান ও তাঁর মা আছিয়া বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।

জিডির বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে আছেন। ভবিষ্যতে কেউ তাঁর ক্ষতি করতে পারে—এমন আশঙ্কা থেকেই তাঁর মা থানায় সাধারণ ডায়েরি করেছেন।


 

জনপ্রিয় সংবাদ

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার সেলফি, সমালোচনার ঝড়

জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

আপডেট সময় ১০:০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের জানমালের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর মা আছিয়া বেগম গত ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ জিডি করেন। বিষয়টি বুধবার প্রকাশ্যে আসে।

জিডিতে উল্লেখ করা হয়, বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে অতীতে বিভিন্ন সময়ে জাকির খান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং তাঁকে একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর বর্তমানে সব মামলায় খালাস ও জামিনে মুক্ত হয়ে তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ কারণে তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো কুচক্রী মহল তাঁর ক্ষতি করতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে জিডিতে। এই প্রেক্ষাপটে জাকির খানের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অতীতে ব্যবসায়ী শাব্বির আলম হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান করেন এবং পরে গোপনে দেশে ফেরেন। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। চলতি বছরের ৭ জানুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। এরপর গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি লাভ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে জাকির খান ও তাঁর মা আছিয়া বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।

জিডির বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে আছেন। ভবিষ্যতে কেউ তাঁর ক্ষতি করতে পারে—এমন আশঙ্কা থেকেই তাঁর মা থানায় সাধারণ ডায়েরি করেছেন।