ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

 

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এখনো অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বেলা ২টার দিকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, হাদির মস্তিষ্কে জটিল একটি অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। ব্রেনস্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে, সেটি অপসারণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে হাদির সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন তার দুই ভাই। পরিবারের আরও একজন সদস্য আজ রাতেই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি। এ বিষয়ে তিনি ফোনে দৈনিক আমার দেশ-এর সঙ্গে কথা বলেন।

এদিকে ঢাকায় হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ। তিনি গতরাতে আমার দেশকে জানান, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। পাশাপাশি তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এসব জটিলতার কারণে গতরাতেই হাদির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রয়েছেন।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও হাদির শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে উল্লেখ করা হয়। এ নিয়ে রাতেই দায়িত্বশীল উপদেষ্টারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ইতোমধ্যে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছে। তিনি হাদির পরিবারের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুর সরকারের সঙ্গে জরুরি বিষয়গুলো সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

এ ছাড়া বৃহস্পতিবার বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে হাদির সর্বশেষ অবস্থা ও করণীয় নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। পরিস্থিতি বিবেচনায় কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে মতবিনিময় করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। একই সঙ্গে হাদির ওপর হামলার সঙ্গে জড়িত হত্যাচেষ্টাকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের বিষয়ে সর্বশেষ অগ্রগতিও উপদেষ্টাদের অবহিত করা হয়।

জনপ্রিয় সংবাদ

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার সেলফি, সমালোচনার ঝড়

হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে

আপডেট সময় ০৪:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

 

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এখনো অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বেলা ২টার দিকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, হাদির মস্তিষ্কে জটিল একটি অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। ব্রেনস্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে, সেটি অপসারণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে হাদির সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন তার দুই ভাই। পরিবারের আরও একজন সদস্য আজ রাতেই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি। এ বিষয়ে তিনি ফোনে দৈনিক আমার দেশ-এর সঙ্গে কথা বলেন।

এদিকে ঢাকায় হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ। তিনি গতরাতে আমার দেশকে জানান, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। পাশাপাশি তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এসব জটিলতার কারণে গতরাতেই হাদির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রয়েছেন।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও হাদির শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে উল্লেখ করা হয়। এ নিয়ে রাতেই দায়িত্বশীল উপদেষ্টারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ইতোমধ্যে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছে। তিনি হাদির পরিবারের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুর সরকারের সঙ্গে জরুরি বিষয়গুলো সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

এ ছাড়া বৃহস্পতিবার বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে হাদির সর্বশেষ অবস্থা ও করণীয় নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। পরিস্থিতি বিবেচনায় কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে মতবিনিময় করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। একই সঙ্গে হাদির ওপর হামলার সঙ্গে জড়িত হত্যাচেষ্টাকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের বিষয়ে সর্বশেষ অগ্রগতিও উপদেষ্টাদের অবহিত করা হয়।