ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি যদি না ফেরেন, তাহলে দেশ অচল করার কর্মসূচি ঘোষণা ইকিলাব মঞ্চের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

 

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও চব্বিশের গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংগঠনটি। তিনি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবেও পরিচিত।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই জটিল অপারেশনের অনুমতি দেওয়া হয়েছে। সংগঠনটি দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, যদি ওসমান হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সে ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণের দাবিতে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হবে। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সারাদেশ অচল করার কর্মসূচির কথাও উল্লেখ করা হয়।

এছাড়া বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, তবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

চৌহালী বিএনপির সাবেক সভাপতি হলেন সিরাজগঞ্জ এনসিপির সমন্বয়কারী

ওসমান হাদি যদি না ফেরেন, তাহলে দেশ অচল করার কর্মসূচি ঘোষণা ইকিলাব মঞ্চের

আপডেট সময় ০৫:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

 

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও চব্বিশের গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংগঠনটি। তিনি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবেও পরিচিত।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই জটিল অপারেশনের অনুমতি দেওয়া হয়েছে। সংগঠনটি দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, যদি ওসমান হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সে ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণের দাবিতে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হবে। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সারাদেশ অচল করার কর্মসূচির কথাও উল্লেখ করা হয়।

এছাড়া বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, তবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হবে।