চট্টগ্রামের পটিয়ায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করে সেলফি তোলা ও ফেসবুকে সক্রিয় থাকার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে থানা পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের দায়িত্ব ও হেফাজত ব্যবস্থাপনা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।
গত ১৭ ডিসেম্বর বুধবার রাতে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শোয়াইব-উল ইসলাম ফাহিম (২১) কে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। গ্রেপ্তারের পরও তিনি একাধিকবার ফেসবুকে স্ট্যাটাস দেন এবং ভিডিও কলে কথা বলেন বলে অভিযোগ ওঠে।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামীর হাতে মোবাইল ফোন থাকা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। ফেসবুকে দেওয়া পোস্টগুলোতে শোয়াইব লেখেন, “আমার জন্য সবাই দোয়া করবেন, আমি পটিয়া থানায়। দেখা হবে আবারো, ফিরবো বীরের বেশে কোন একদিন জয়বাংলা।”
এর কিছুক্ষণ পর হাতকড়া পরিহিত ছবি পোস্ট করে তিনি লেখেন, “এই দিন দিন নয়, দিন আরও আছে।”
এমনকি দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যের ঘুমন্ত ছবি পোস্ট করে ব্যঙ্গাত্মক ক্যাপশনও দেন তিনি।
এ ঘটনায় সাধারণ মানুষের প্রশ্ন—পুলিশ হেফাজতে থাকা একজন আসামি কীভাবে মোবাইল ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এতটা সক্রিয় থাকতে পারেন?
এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশের অগোচরে শরীরের অন্তর্বাসে মোবাইল ফোন লুকিয়ে রেখেছিলেন। বিষয়টি নজরে আসার পরপরই মোবাইলটি জব্দ করা হয়। তিনি স্বীকার করেন, পুলিশি হেফাজতে আসামির সেলফি তোলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার বিষয়টি সমালোচনার জন্ম দিয়েছে।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া পৌরসদরের কাগজী পাড়া এলাকা থেকে শোয়াইবকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই সংগঠনের আরও দুই সদস্য সৌরভ মুখার্জি ও মো. মাসুদকে গ্রেপ্তার করা হয়েছিল।
সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শোয়াইব-উল ইসলাম ফাহিমকে পরে আদালতে পাঠানো হয়েছে। তবে পুরো ঘটনাটি পুলিশের তদারকি ও হেফাজত ব্যবস্থার দুর্বলতা নিয়েই নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।





















