শহিদ ওসমান হাদির নামাজে জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের প্রতি বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় জানানো হয়েছে, জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ, ভারী বা সন্দেহজনক বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়, জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ ভবন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে।
উল্লেখ্য, শহিদ ওসমান হাদির জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।


















