লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে গেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে যান, যেখানে শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে।
পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “প্রিয় দেশবাসী, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য।”
তিনি আরও লেখেন, শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, তবে এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার জানা নেই। মহান আল্লাহ যেন শহীদের পরিবার ও দেশবাসীকে সবরে জামিল দান করেন—এ কামনাও করেন তিনি।
আমীরে জামায়াত তার পোস্টে উল্লেখ করেন, “শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন—তিনি এ দেশের সার্বভৌমত্বের প্রতীক।” তিনি সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে শহীদের জানাজায় দলে দলে অংশগ্রহণের আহ্বান জানান এবং বলেন, দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো সবার দায়িত্ব। একই সঙ্গে শহীদ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও জাতির সবার বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা-১৭ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ আরও নেতৃবৃন্দ।
আমীরে জামায়াত শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। পরে উপস্থিত সবাইকে নিয়ে তিনি মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত এবং তার শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।
জানা গেছে, আজ শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির
-
ডেস্ক রিপোর্টঃ - আপডেট সময় ০৯:২২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ৫১১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ























